News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

নারায়ণগঞ্জকে ধংস করে গেছেন শামীম ওসমান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৭:১১ পিএম নারায়ণগঞ্জকে ধংস করে গেছেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য বীরমুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন বলেছেন গডফাদার শামীম ওসমান ব্যবসায়ীদের দুর্নীতিবাজ বানিয়েছে। তাদের একটা সিন্ডিকেট তৈরি করে নারায়ণগঞ্জে নানা অপকর্ম করেছে। অনেক শিল্পপতি-ব্যবসায়ীদের অসৎ চরিত্রের বানিয়েছেন। প্রশাসনিক কর্মকর্তাদের চাপ প্রয়োগ করে অবৈধ ঘুষ দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ঘুষ-দুর্নীতিতে আচ্ছন্ন করে ফেলেছে। পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। জনগণের টাকায় চলা পুলিশকে জনগণের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে। জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে পুলিশের মেরুদন্ড ভেঙে দিয়েছে। নারায়ণগঞ্জ বিচারালয়কে এমনভাবে কলুষিত করেছে যে, দুর্নীতি ছাড়া মানুষ ন্যায় বিচার পায়নি। বদলি করার হুমকি দিয়ে মিথ্যা বানোয়াট মামলা দিয়েছে।

৫ এপ্রিল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিদ্ধিরগঞ্জে ২, ৯ ও ১০ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, এসব কাজ করে নারায়ণগঞ্জকে সম্পূর্ণভাবে কলুষিত করে গেছে। আমরা যারা অন্যায়ের বিরুদ্ধে রাজনীতি করি, আমাদেরকে নির্যাতিত করেছে। জুলাইয়ে গণ-আন্দোলনের সময় নিজে অস্ত্র হাতে জনগণের উপর গুলি চালিয়েছে সেখানে সাংবাদিক, রাজনীতিবীদ, নিজের সন্তানকে ব্যবহার করেছে। তারপর পতন নিশ্চিত বুঝে পরিবার নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। ২০০১ সালেও পালিয়েছে, ২০২৪ সালেও পালিয়েছে। এই নারায়ণগঞ্জের বহু সাংবাদিকদের তিনি (শামীম ওসমান) চাঁদাবাজ-মাস্তান বানিয়েছেন বিপদগামী করেছেন। তাদের কারণে আজকে ভালো সাংবাদিকরা মানুষের কাছে লজ্জিত হচ্ছেন। ফ্যাসিষ্ট হাসিনার এই গডফাদার এসব সাংবাদিকদের নানাভাবে সুবিধার প্রলোভন দেখিয়ে আদর্শবিচ্যুত করেছেন, তার রাজনৈতিক হাতিয়ার বানিয়েছেন। এভাবে নারায়ণগঞ্জকে তিনি কলুষিত করেছেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে গিয়াসউদ্দিন বলেন, একটা বাজে পরিবারের সাথে আপনারা চলেছেন। আপনাদের একটুও কি বোধশক্তি হয়নি? এখনো কি প্রতিক্ষায় আছেন, তারা আবার ক্ষমতায় আসবে, দেশ শাসন করবে? ভুলে যান এগুলো। জনগণের কাছে ক্ষমা চেয়ে শুধরান। আপনাদের ভুলের খেসারত আপনাদের পরিবার দিচ্ছে।

২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতিমোহাম্মদ আলী ও অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন।

৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুজ্জামান মন্টু ও অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পদক মহিউদ্দিন সিকদার ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম-সম্পাদক কামরুল হাসান শরীফ।

১০নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার ও অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পদক জামাল প্রধান, অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন শফিকুল ইসলাম শফিক।

এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম.এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, ডি.এইচ বাবুল, এস.এম আসলাম, সেলিম মাহমুদ, জি.এম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, শ্রম- বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।

Islam's Group