News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৮:১৯ পিএম সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের পানিতে ডুবে সাইফুল ইসলাম আলিফ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় ডিএনডি লেকের পাওয়ার হাউসের সামনের অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। নিহত সাইফুল সিদ্ধিরগঞ্জের আদমজী গ্যাসলাইন এলাকার সুমন মিয়ার ছেলে। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জান গেছে, মৃত শিশু একজন মাদ্রাসা শিক্ষার্থী। সকাল আনুমানিক ১০-১১ টার মধ্যে সে তার বন্ধুদের সঙ্গে ডিএনডি লেকে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান। পরবর্তীতে পানিতে ডুবার খবরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আধাঘন্টার চেষ্টা মরদেহ উদ্ধার করেন।

আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিরন মিয়া বলেন, আমি ছুটিতে আছি। তবে খবর পেয়েছি আমাদের ডুবুরি দল বাচ্চাটির মরদেহ উদ্ধার করেছে

(ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, সকালে গোসলে নেমে পানিতে তলিয়ে গেলেও ফায়ার সার্ভিসকে দেরিতে জানানো হয়েছিল। পরে তাদের আধাঘন্টার চেষ্টায় বাচ্চার মৃতদের উদ্ধার করা হয়। আমাদের পুলিশ ঘটনাস্থলে আছে। 

Islam's Group