নিউইয়র্কের জ্যামাইকা শহরের একটি রেস্টুরেন্টে বসে জম্পেশ আড্ডা দিচ্ছেন শামীম ওসমান সঙ্গে ছিলেন তাঁর বন্ধু অনুপ যারা জুলাইতে নারায়ণগঞ্জ শহরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি ছুড়েছিলেন। আড্ডা দেওয়ার সেই ছবি ৪ এপ্রিল শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন।
ছবিতে দেখা গেছে, তিনি কিছু বন্ধু ও শুভাকাঙ্ক্ষীর সাথে খোশ গল্প করছেন, যা তার দীর্ঘ অনুপস্থিতির পর নতুন করে জনসম্মুখে আসার ইঙ্গিত।
গত বছর ৫ আগস্ট যখন ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলছিল, ওই সময় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তার পলায়নের খবরে অন্য নেতাদের সাথে শামীম ওসমানও পরিবার নিয়ে পালাতে বাধ্য হন। সিলেটের একটি হোটেলে তাকে গ্রেফতারের প্রচেষ্টা চললেও পরে জানা যায় যে তিনি সেখান থেকে গা ঢাকা দিয়েছেন। পরে শামীম ওসমানকে ভারতের দিল্লীতে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে দেখা যায়। এর কিছুদিন পর দেখা গেছে দুবাইয়ের বিমানবন্দর ও আজমানের একটি শপিং মলে। সবশেষ শামীম ওসমানকে দেখা দেল নিউইয়র্কে।
এমন পরিস্থিতিতে তার নিউইয়ের্কে আগমন ও মজা করা এক ভিন্ন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা রাজনৈতিক সঙ্কটের পটে সমাজের প্রতিক্রিয়া নিয়ে নতুন প্রশ্ন উত্থাপন করছে।
আপনার মতামত লিখুন :