News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

যুবলীগ নেতার হাসপাতাল উদ্বোধনে বিএনপি নেতারা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ১০:১৮ পিএম যুবলীগ নেতার হাসপাতাল উদ্বোধনে বিএনপি নেতারা

বন্দরের মদনপুর ফুলহর এলাকার আব্দুল মজিদ টাওয়ারে মদনপুর স্পেশালাইজড হসপিটালের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। যে হাসপাতালের ডিরেক্টর হিসেবে রয়েছেন যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদ যিনি ওসমানদের সহযোগি ও মদনপুর এলাকার আওয়ামী লীগ নেতা এমএ সালামের সহযোগি হিসেবে পরিচিত।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালিন সময়ে এই অহিদুজ্জামান অহিদ অনেক দাপট দেখিয়েছেন। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্য অস্ত্র নিয়ে হামলা করেছে। সেই সাথে ছাত্র-জনতার উপর গুলি ছুড়েছেন। আর সেই অহিদুজ্জামান অহিদের হাসপাতাল উদ্বোধন করতে যাচ্ছেন জেলা ও মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা।

জানা যায়, আগামী ১৪ এপ্রিল বন্দরের মদনপুর ফুলহর এলাকার আব্দুল মজিদ টাওয়ারে মদনপুর স্পেশালাইজড হসপিটালের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আর এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সেই সাথে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে- সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি মো. আজহারুল ইসলাম মান্নান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মো. মাজহারুল ইসলাম হিরণ ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম হক রুমী।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সালাম চেয়ারম্যান, যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদ ও আজমীর ওসমানের সহযোগী আমির এলাকা ছেড়ে পালিয়েছে। তবে তাদের অনুসারীরা উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের ছাত্র ছায়ায় বিএনপি কর্মী বনে গিয়ে মাঠে অবস্থান নিয়েছে।

যারা সালাম চেয়ারম্যান, যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদ ও আজমীর ওসমানের সহযোগী আমিরের সা¤্রাজ্য ঠিকিয়ে রাখছে। তাদের মধ্যে রয়েছেন- বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদের ছোট ভাই মুছাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কাদির, মদনপুর ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য আক্তার হোসেন মোল্লা, ৫ নং ওয়ার্ড  সদস্য সাদেকুর রহমান, সন্ত্রাসী রুবেল, আমির হোসেন, অহিদের সহযোগী বাবুল ও ধামগড় ইউনিয়ন জাতীয় পার্টির নেতা বুলবুল সহ আরো অনেকে। আর তাদের মাধ্যমে ফায়দা নিচ্ছেন বিএনপি নেতারা।

এর আগে গত ৪ আগস্ট দুপুরে কেওঢালা ও মদনপুর এলাকায় আওয়ামী লীগ নেতা এমএ সালাম চেয়ারম্যান, ছাত্রলীগ নেতা অহিদুজ্জামান অহিদ ও আমিরের নেতৃত্বে ছাত্র-জনতার উপর হামলা ও  গুলিবর্ষণে দুইজন গুলিবিদ্ধসহ আহত হয়েছিল কমপক্ষে ৩০ জন। তাদের মধ্যে একজন শিক্ষার্থী হলেন গুলিবিদ্ধ আল আমিন (১৭)। তিনি মনদপুর রিয়াজুল উলুম আলিম মাদ্রাসার আলিম প্রথম বর্ষ ছাত্র।

আল আমিন বলেন, গত ৪ আগস্ট  সকাল ১০টা থেকেই  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের নিচে অবস্থান করেছিলাম বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে কয়েক হাজার ছাত্র-জনতা একত্রিত হয়ে একটি মিছিল নিয়ে মহাসড়কের কেওঢালা বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরির সামনে পৌঁছাই।

এ সময় মদনপুর ইউপি চেয়ারম্যান এমএ সালাম ও যুবলীগ নেতা অহিদের নেতৃত্বে কয়েকশ আওয়ামীলীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার মিছিলে হামলা ও প্রকাশ্যে গুলি ছুঁড়ে। এসময় আমি সহ  দুইজন গুলিবিদ্ধ হই, আহত হয় অনেক। সেই হামলাকারীরা এখন বিএনপির নেতাদের সঙ্গে মিশে গেছে।

Islam's Group