News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জেলা শ্রমিক দলের সম্পাদককে গুলি করে হত্যার হুমকি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০৭:৪৬ পিএম জেলা শ্রমিক দলের সম্পাদককে গুলি করে হত্যার হুমকি

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানকে গুলি করে ও কুপিয়ে হত্যার হুমকি দিয়েছে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. হানিফ হকের বিরুদ্ধে।

এ ঘটনায় হুমকির শিকার মো. মুজিবুর রহমান বাদী হয়ে রবিবার ১৩ এপ্রিল দুপুরে সোনারগাঁ থানায় নিজের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেন। গত শনিবার দুপুরে মোবাইল ফোনে এ হুমকি দেওয়া হয়েছে বলে জানান জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান।

সোনারগাঁ থানায় দায়ের করা সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন, উপজেলার পুরান কাঁচপুর এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় সোনারগাঁ থানার তরুণ দলের সভাপতি প্রয়াত আলমগীর বাদশার পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও উপহার বিতরণের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. হানিফ হক উপস্থিত ছিলেন। সেখানে বিভিন্ন নেতার বক্তব্যে তাকে শ্রমিক দল নেতা পরিচয় করিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানকে নেতাকর্মীরা প্রশ্নের সম্মুখীন করেন। পরবর্তীতে জেলা তরুণ দলের সভাপতি  টিএস তোফাকে মুজিবুর রহমান হানিফ হকের রাজনৈতিক পদের বিষয়ে অবগত করেন। অনুষ্ঠানটি সাংগঠনিক নিয়মবহির্ভূত হয়েছে বলে জানিয়েছেন। পরবর্তীতে ঘটনাটি টিএস তোফা হানিফ হককে জানান। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হানিফ হক জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগালি করে গুলি করে ও কুপিয়ে হত্যার হুমকি দেয়। এ হুমকির পর থেকে তিনি ও তার পরিবার নিরপত্তাহীনতায় ভুগছেন।

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান বলেন, অনুষ্ঠানটি সাংগঠনিক নিয়মে না হওয়ার কারণে সিনিয়র নেতা হিসেবে তরুণ দলের সভাপতিকে অবগত করেছি। সেখানে ফ্যাসিবাদের দোষর হিসেবে জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতা উপস্থিত থাকায় দলের নেতাকর্মীদের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। বিষয়টি দলের নেতাদের জানানো হয়েছে। 

অভিযুক্ত কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. হানিফ হক বলেন, দু'জনের মধ্যে মোবাইলে বাগবিতন্ডা হয়েছে। আমার মাথা গরম ছিল। মোবাইল ফোনে অনেক কিছু বলেছি।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মুফিজুর রহমান বলেন, হুমকির বিষয়ে সাধারণ ডায়েরী গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Islam's Group