নারায়ণগঞ্জ আদালতে বৈষ্যমবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতার পক্ষে মামলার অংশ নিয়েছিলেন সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এ নিয়ে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
কোনো কোনো আইনজীবী প্রকাশ্যেই বলে দিয়েছেন দলের পদ-পদবী ছেড়ে দিয়ে এসে শুনানীতে অংশ নেন। আপনি দলের একজন বড় নেতা। আপনি কেন ঢাকা থেকে বৈষ্যমবিরোধী মামলায়র এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতার পক্ষ নিবেন?
আদালত সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদের আদালতে বৈষম্যবিরোধী মামলার এজাহারভুক্ত ১০৫ নম্বর আসামি সাইফুল ইসলাম সোহেলের পক্ষে জামিন শুনানীতে অংশ নিয়েছিলেন। যে মামালার বাদী হিসেবে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের ঘটনায় আহত ফজলে রাব্বী।
যদিও পরবর্তীতে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেনি। একই মামলার আসামি হিসেবে রয়েছেন শামীম ওসমান সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম জাকির বলেন, এদিন একটি মামলার শুনানীতে এসেছিলেন। তবে কি মামলায় এসেছিলেন সেটা নির্দিষ্ট করে বলতে পারছি না। আসলে আদালতে অনেক মামলার শুনানী হয়ে থাকে। কে কোন মামলায় আইনজীবী হিসেবে থাকেন সেটা বলা যায় না।
মামলার বাদী ফজলে রাব্বী বলেন, যদি এই মামলায় ব্যারিস্টার রুমিন ফারহানা শুনানি করে তাহলে বিষয়টি খুবই খারাপ কাজ করেছেন। তিনি আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে বেঈমানি করেছেন। এই বিষয়টি কোনোভাবেই মেনে নেয়া নেয়া যায় না।
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বারী ভুঁইয়া বলেন, বিগত ১৭ বছরের জুলুম এখনও ভুলতে পারি না। এদিন তিনি আদালতে বলেন, আসামী কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। মামলা বাণিজ্য চলছে। তখন আমি আদালতকে বললাম, যুবলীগের ক্যাডার এজাহারেই উল্লেখ আছে।
তিনি আরও বলেন, আর তিনি যে মামলা বাণিজ্যের কথা বলছেন এই পজিশনে থেকে এটা বলতে পারেন না। উনি বিএনপির একজন বড় নেত্রী। উনি যদি এই মামলায় লড়তে চান তাহলে পদত্যাগ করে আসুক। এতে আমাদের কোনো সমস্যা নাই।
এ বিষয়ে কথা বলার জন্য ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে মঙ্গলবার রাতে এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়ে ব্যাখ্যা দেন রুমিন ফারহানা। যাতে তিনি দাবি করেন তিনি কোন ফ্যাসিস্টের পক্ষে আদালতে আসেননি। এ বিষয়ে বাদি বিবাদীর আপোষনামার একটি কাগজও ফেসবুকে তুলে ধরেন তিনি।
আপনার মতামত লিখুন :