News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিএনপির শীর্ষ নেতারা নেই জাকির খানের পাশে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ১০:১৩ পিএম বিএনপির শীর্ষ নেতারা নেই জাকির খানের পাশে

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ূণ কবির, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য নাদিম হাসান মিঠু, ফতুল্লা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, বন্দর থানা বিএনপি সভাপতি শাহেনশাহ আহম্মেদ ও মহানগর বিএনপি বহিস্কৃত নেতা শওকত হাসেম শকু ছাড়া নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপি হেভিওয়েট নেতাদের দেখা মিলেন জাকির খানের সাথে।

গত তিন দিনে জাকির খানের পাশে পদধারি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের দেখা যায়নি। বরং বাংলাদেশ হোসিয়ারি সমিতি, ২নং রেলওয়ে সুপার মার্কেট মালিক সমিতি, দেওভোগ প্রস্তুতকারক মালিক সমিতি, বাস টার্মিনাল মালিক শ্রমিক ও কয়েকটি সংগঠন এবং কিশোর বিভিন্ন সংস্থার লোকজনেরা জাকির খানের দেওভোগে বাড়িতে ভিড় জমাচ্ছে।

এমনকি নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপি কোন নেতাই জাকির খানকে অভিনন্দন বা শুভেচ্ছা জানিয়ে ফেসবুক বা গণমাধ্যমে প্রকাশ করেনি। এতে জাকির খানের রাজনীতি নিয়ে আগামীতে নারায়ণগঞ্জ বিএনপি নতুন মেরুকরণ শুরু হয়েছে বলে মন্তব্যে উঠেছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপি বর্তমান আহবায়ক কমিটির ৩৩ সদস্যর মধ্যে তৃতীয়াংশ সদস্যরা জাকির খানকে চিনে না জানে বুঝেনি। অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটির ঠাঁই নিয়ে বর্তমান নেতাদের সাথে বিরোধ রয়েছে জাকির খানের। তার চাচা মনির হোসেন খানকে যুগ্ম আহবায়ক করা হলেও জাকির খানকে সদস্য করা হয়নি। মহানগর বিএনপি কোন কর্মসূচীতে জাকির খানের মুক্তি দাবিও করেনি আহবায়ক ও সদস্য সচিব।

বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, ২০০৩ সাল থেকে জাকির খান পলাতক রয়েছে। নারায়ণগঞ্জ বিএনপিতে তার নাম শুনে এতদিন আলোচনা সমালোচনা ছিলো। মাত্র তিন দিনে জাকির খানকে জেলা মহানগর বিএনপি নেতারা মূল্যায়ন করবে কিভাবে। অনেক নেতা রয়েছে জাকির খানকে চোখে দেখেনি। এর ফলে নেতাদের চোখে জাকির খানের অবস্থান এখনো পরিস্কার হয়নি।

কারামুক্তি পর বিএনপি কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রাখছেন জাকির খান। তিনি আগামীতে নারায়ণগঞ্জ বিএনপি একটি অবস্থান তৈরিতে দ্রুত সময়ে নামছেন বলে জানা গেছে। এরই মধ্যে কেন্দ্রীয় একাধিক তারা খোঁজখবর নিয়েছেন এবং আগামীতে সুষ্ঠু রাজনীতিতে থাকার পরামর্শ দিয়েছেন।

Islam's Group