News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

যে কারণে শামীম ওসমানের বিরুদ্ধে গিয়াসকে দাঁড় করান খালেদা জিয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ১০:১৬ পিএম যে কারণে শামীম ওসমানের বিরুদ্ধে গিয়াসকে দাঁড় করান খালেদা জিয়া

একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির বর্তমান সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। এ নিয়ে নানাসময় কথা উঠলেও এবার নিজেই আওয়ামী লীগ থেকে বিএনপিতে ফেরার ঘটনা জানালেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ২০০১ সালে যখন প্রার্থী হয়ে সংসদ নির্বাচন করি, তখন নারায়ণগঞ্জের গডফাদার হিসেবে খ্যাত একজন ব্যক্তি ছিল যার বিশাল অস্ত্রবাজ এক বাহিনী ছিল। যে সন্ত্রাস নৈরাজ্য করে অনেক ভয়ভীতি প্রদর্শন করেছে। সেসময় বিএনপি নারায়ণগঞ্জে যোগ্য এবং সাহসী কোনো প্রার্থী খুঁজে পাচ্ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবশেষে আমাকে পছন্দ করে তিনি খোঁজ পাঠিয়ে আমার সঙ্গে কথা বলেন। আমাকে তার দলে অংশগ্রহণ করে এই সন্ত্রাসীদের গডফাদারের বিরুদ্ধে নির্বাচন করার প্রস্তাব করেন। আমি তখন তাঁর কাছ থেকে একটু সময় নেই। তিনি তখন বিরোধী দলের নেত্রী। আমি তখন স্বসম্মানের সঙ্গে বলি, নেত্রী আমি বর্তমানে অন্য একটি দল করি। আমি যদি আপনার কথায় রাজি হতে হয় তাহলে আমার মা-বাবা এবং আমার শুভাকাঙ্খিদের সঙ্গে কথা বলতে হবে। নেত্রী তখন আমাকে বলেন, ঠিক আছে। আপনাকে সময় দেওয়া হলো। কিন্তু আমি লিখে রাখলাম নারায়ণগঞ্জ-৪ আসনে আমার দলের মনোনীত প্রার্থী আপনিই হবেন। আমি বাড়িতে ফিরে এসে আমার মা-বাবাকে আমার প্রস্তাবের কথা বললাম। এই কথা শুনে আমার মা-বাবা চিৎকার করে বলে উঠলেন, কখনো এটা হতে পারে না। আমি কারণ জানতে চাইলে তারা বলেন, তার (শামীম ওসমান) মতোন একজন দস্যুর সঙ্গে আমার একমাত্র পুত্রসন্তানকে ছেড়ে দিবো এটা তুই কি করে ভাবলি? যে দস্যুর ভয়ে পুরো নারায়ণগঞ্জের মানুষ কথা বলতে পারে না, যারা বিএনপি করে তারা নির্বাচন করার সাহস করে না। আর তোকে ম্যাডাম বললো আর তুই নির্বাচনে যাবি, এটা কোনোভাবেই হতে পারে না। আমি দ্বিধাদ্বন্ধের মধ্যে পড়ে গেলাম। তখন আমি চিন্তা করলাম, মা-বাবার কাছে একটু বুদ্ধি খাটিয়ে দেখি। বাবাকে বলি, আপনিও জানেন এই গডফাদার ভালো লোক না। তিনি নারায়ণগঞ্জের মানুষের জন্য ক্ষতিকারক। তাহলে এই খারাপ মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এমন একজনকে মানুষকে তো শুরু করতে হবে। প্রথমে তো কাউকে দিয়ে শুরু করতে হবে, তাহলে আপনার সন্তান যদি প্রথম হয় তাহলে কি দিবেন না? তখন আমার বাবা চিৎকার করে বললেন, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে তোমাকে ছেড়ে দিলাম। তুই তার (শামীম ওসমান) বিরুদ্ধে নির্বাচন কর। তবে আমার মা তাতে বাধা দিলো। কারণ মায়ের মমত্ববোধ সবচেয়ে বেশি। তখন আমার বাবা আমার মাকে বিষয়টা বুঝান।  পরবর্তীতে আমি নেত্রীকে গিয়ে বললাম আমার বাবা মা আমাকে অনুমতি দিয়েছে। এখন আমি নির্বাচন করতে প্রস্তুত। নেত্রী খুশি হয়ে বললেন আমি নারায়ণগঞ্জে অনেক লোক খুঁজে দেখেছি। আমার দলের নেতাদের দিয়ে হবে না ভেবেই আপনি যখন ভারতে ছিলেন পলাতক তখন থেকে আমি আপনাকে খুঁজছি। আপনি আমার দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করুন।

সোমবার (১৪ এপ্রিল) নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ড বিএনপির ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমি যখন মনোনয়ন নিয়ে এলাকায় প্রচারে নামি। কেউ আমার সাথে তখন যেতে চাইত না। বলে আপনাকে ভোট দিবো কিন্তু প্রচারণায় যেতে পারবো না। আমি যখন ফতুল্লায় ঢুকতে চাইলাম কেউ আমার সাথে নেই। তখন এই ইসদাইরের মরহুম শাহীন আমার বাড়িতে গিয়ে বলল আপনাকে নিয়ে আমরা ক্যাম্পেইন করবো। আপনি গাড়িতে থাকবেন, আমরা গাড়ির দুই পাশে থাকবো। গুলি চললে আমরা আগে মরবো।

তিনি বলেন, সেদিন আমি গাড়ি নিয়ে ইসদাইর ঢুকছি। বাড়ির জানালা থেকে লোকজন হাত নাড়ছে কাছে আসতে সাহস পাচ্ছে না। সেদিন আপনি গাড়িতে থাকবেন, আমরা গাড়ির দুই পাশে থাকবো। গুলি চললে আমরা আগে মরবো। সেদিন আমি গাড়ি নিয়ে ইসদাইর ঢুকছি। বাড়ির জানালা থেকে লোকজন হাত নাড়ছে কিন্তু কাছে আসতে সাহস পাচ্ছে না। সেদিন শাহীনের স্ত্রী লিপি আমাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানালো। আমি ইসদাইর ঘুরলাম। কোন মানুষ কাছে আসে না, দূর থেকে আমাকে শুভেচ্ছা জানায়। অনেক পুরনো স্মৃতি এগুলো।

Islam's Group