News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

টিপুকে মাওলানা মঈন উদ্দিনের খোঁচা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ১২:২৩ এএম টিপুকে মাওলানা মঈন উদ্দিনের খোঁচা

পবিত্র রমজান মাস জুড়ে আলোচনা সমালোচনায় জর্জরিত ছিল নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। ক্ষানিক বিরতির পর আবারো সমালোচনায় উঠে এসেছেন আবু আল ইউসুফ খান টিপু। এবার তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের সাবে আমির মাওলানা মঈন উদ্দিন আহম্মেদ। সোমবার ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সিনেমন রেস্টুরেন্টে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ওসমান পরিবার নিয়ে কথা বলতে গিয়ে মাওলানা মঈন উদ্দিন টিপুর প্রসঙ্গ তুলে আনেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে উদ্দেশ্য করে তিনি বলেন, ওসমান পরিবারের ব্যবসা কোথায় কোথায়, সেটা টিপু জানে। ফতুল্লায় একটি ফ্যাক্টরি আছে, ওটার মালিক কারা, কি আছে-সবই সে দেখাতে পারবে। ও জানে, সাংবাদিকদের জানালেই হবে।

এ সময় অনুষ্ঠান স্থলেই উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

ওই অনুষ্ঠানে মঈন উদ্দিন ওসমান পরিবারকে উদ্দেশ্য করে আরো বলেন, ৫ আগস্টের পর ওসমান পরিবার দেশ ছেড়ে পালায়। এখনো তারা দেশের বাইরে থেকে শত শত কোটি টাকা পাচ্ছে। কারা, কোথা থেকে এই টাকা পাঠাচ্ছে তা কেউ জানে না। শুধু সাংবাদিকরাই এটা বের করতে পারে। বড় বড় কোম্পানিগুলোর সঙ্গে তাদের সংযোগ ছিল। দেশে যেসব কোম্পানি আছে, সেগুলোর অনেকগুলিতেই তাদের শেয়ার ছিল। এখনো তারা ব্যবসা চালাচ্ছে। ওসমান পরিবারের সঙ্গে আমাদের ঝগড়া ছিল না। শামীম ওসমান আমাকে দেখলে সালাম দিতেন। আমি তার বাবার দোয়ার অনুষ্ঠানেও গেছি। আমি জামায়াতে ইসলামীর সদস্য হওয়ার দাওয়াত দিতে শামীম ওসমানের বাবার (এ.কে.এম শামসুজ্জোহার) কাছে গিয়েছিলাম। তিনি আমাদের ভালোভাবে গ্রহণ করেন, চা-বিস্কুট খাওয়ান এবং সম্মানজনকভাবে বিদায় দেন। এমনকি ফরমে স্বাক্ষরও করেন, তবে শেষ পর্যন্ত তিনি জামায়াতে যোগ দেননি।

টিপুকে উদ্দেশ্য করে বলা মাওলানা মঈন উদ্দিনের বলা এমন কথায় সমলোচনা সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গণে। অনেকেই মঈন উদ্দিনের কথার সাথে টিপুর বিরুদ্ধে আনা বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদুর অভিযোগের একটি যোগসূত্র খুঁেজ বেড়াচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাওলানা মঈন উদ্দিনের টিপুকে উদ্দেশ্য করে বক্তব্য স্বাভাবিক চোখে সাধারণ বলে মনে হলেও রাজনৈতিক দৃষ্টিকোনো থেকে এই বক্তব্যের গভীরতা ব্যাপক। মঞ্চে আরো নেতারা উপস্থিত থাকলেও শুধুমাত্র টিপুকে উদ্দেশ্য করে এমন বলার কারণ কি হতে পারে? তবে কি হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু টিপুর বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন সেটি সত্য? মাওলানা মঈন উদ্দিনের বক্তব্যে কি এমনটাই ইঙ্গিত করে।

Islam's Group