News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শহরের হাট বাজার স্ট্যান্ডের ইজারা নিয়ে বিএনপিতে উত্তেজনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ১০:১১ পিএম শহরের হাট বাজার স্ট্যান্ডের ইজারা নিয়ে বিএনপিতে উত্তেজনা

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন হাট-বাজার ও বাসস্ট্যান্ড সহ বিভিন্ন স্ট্যান্ডের নতুন করে টেন্ডার দেয়া হবে। আর এই টেন্ডারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা কয়েকভাগে বিভক্ত হয়ে পড়েছেন। সেই সাথে নিজেরা নিজেরাই বিভিন্ন পক্ষ নিয়ে টেন্ডার দাখিল করার প্রস্তুতি নিচ্ছেন।

ইতোমধ্যে বিএনপির শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দফায় দফায় মিটিং করে যাচ্ছেনন। সকলেই চাচ্ছেন টেন্ডার নিজেদের করায়ত্ব করার জন্য। এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। একই সাথে এই টেন্ডারকে কেন্দ্র করে নিজেরা নিজেদের সাথেই সংঘর্ষেও জড়ানোর সম্ভাবনা রয়েছে।

জানা যায়, ২০ এপ্রিল রোববার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে  বাসস্ট্যান্ড, দিগু বাবুর বাজার, ব্যাবিস্ট্যান্ড, টানবাজার ও নিতাইগঞ্জ লোড আনলোড ট্রেন্ডার দাখিল করা হবে। এর মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা বিরাজ করছে দিগুবাবুর বাজারের টেন্ডার নিয়ে। এই বাজারকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়েছেন।

গত বছর এই দিগু বাবুর বাজারের টেন্ডার ছিলো ১ কোটি ১৮ লক্ষ টাকা। এবার প্রতিযোগিতার জেরে দেড় কোটি টাকা পর্যন্ত টেন্ডার যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বিভিন্ন পর্যায়ের কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর অনুসারী কয়েকজন দিগুবাবুর বাজারের টেন্ডার পাওয়ার প্রচেষ্টায় রয়েছেন।

এর আগে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু দিগুবাবুর বাজারের মীর জুমলা সড়ক উচ্ছেদ করতে গিয়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন। তাকে ব্যবসায়ীরা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করেছিলেন। সেই সাথে এই মীর জুমলা সড়ক উচ্ছেদ করতে গিয়ে তিনি বাজারের সার্বিক পরিস্থিতি নিজের আয়ত্বে নেই। তাই এবার তিনি বাজারের টেন্ডার নেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তাদের বিপরীতে এই বাজারের টেন্ডার নেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগের টেন্ডার পাওয়া সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আত্মীয় পরিচয়দানকারী রুবেল। আর তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন শহরের আলোচিত জাকির খান। যিনি ইতোমধ্যে বিভিন্ন মামলায় সাজা খেটে বের হয়েছেন। তিনি দেওভোগের বাসিন্দা হিসেবে রুবেলকে শক্তির যোগান দিয়ে যাবেন। বিনিময়ে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করবেন।

Islam's Group