News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব আওয়ামী লীগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৯:৫৫ পিএম সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব আওয়ামী লীগ

নারায়ণগঞ্জে বাস্তবে দেখা না মিললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিকই সরব রয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিভিন্ন মাধ্যমে তারা নিজেদেরকে জানান দিয়ে থাকেন। সেই সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণেরও ঘোষণা আসে তাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। ফেসবুক প্রোফাইলে বিভিন্ন বিষয় শেয়ার করা কমেন্ট করা স্ট্যাটাস দেয়া সহ বিভিন্ন উপায়েই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের অবস্থান জানান দেয়ার চেষ্টা করে আসছেন।

 তবে এক্ষেত্রে শীর্ষ পর্যায়ের নেতাদের চেয়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বেশি সরবতা পরিলক্ষিত হচ্ছে। শীর্ষ পর্যায়ের নেতারা নিরব থাকলেও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যেন নিরব থাকতে পারছে না। শীর্ষ পর্যায়ের নেতারা দীর্ঘ সময় ধরে ক্ষমতার স্বাদ ভোগ করে আঙ্গুল ফুলে কলাগাছ হলেও দলের দু:সময়ে তাদের দেখা মিলছে না। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা ঠিকই দলের জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।

সূত্র বলছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গত ৫ আগস্ট দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়। আর এই পতন হওয়ার সাথে সাথে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও একদিনের জন্য প্রকাশ্যে আশার সাহস করেননি। সবাই যার যার অবস্থান থেকে আত্মগোপনে চলে যান।

তবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এখনও এলাকায় রয়ে গেছেন। দলের প্রতি নিজেদের ভালো লাগা এখনও তারা প্রকাশ করার চেষ্টা করে থাকেন। আপাতত প্রকাশ্য না আসলেও ভবিষ্যতে প্রকাশ্যে আসবেন সেই সাথে দলীয় কর্মসূচি পালন করবেন সে আশায় এখনও তারা যার যারা এলাকায় রয়ে গেছেন। বিভিন্ন কর্মসূচিতে নানাভাবে নিজেদের জানান দেয়ার চেষ্টা করে থাকেন।

এরই মধ্যে আওয়ামী লীগ সরকারের পতন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর তিন মাস পরে ঢাকায় একটি কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগ। দলটি নিজেদের ফেসবুক পোস্টে নেতাকর্মীরদের এই কর্মসূচিতে অংশ নেয়ার আহবান জানিয়েছিলেন। গত ১০ নভেম্বর ঢাকার গুলিস্তানে নেতাকর্মীদের জড়ো হওয়ার জন্য বলা হয়েছিলো।

আর এই কর্মসূচিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলো নারায়ণগঞ্জ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তারাও বিভিন্নভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহবান জানিয়েছেন। সেই সাথে নিজেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। যদিও শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে ঢাকার কর্মসূচিতে অংশগ্রহণের কোনো খবর পাওয়া যায়নি।

তবে তারা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটা সহজেই অনুমেয় হচ্ছে। শীর্ষ পর্যায়ের নেতাদের ছাড়াই তারাই হয়তো নারায়ণগঞ্জে আওয়ামী লীগের অবস্থান জানান দিবেন।

২১ এপ্রিল ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ শ্লোগানে সোনারগাঁয়ে ঝটিকা মিছিল করেছে উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ব্যানারে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।  ভোরে দিকে কাঁচপুর নয়াবাড়ি অংশে এই মিছিল করে তারা। ৫ আগস্ট পরবর্তী সোনারগাঁয়ে এই প্রথম প্রকাশ্যে আওয়ামী লীগের ব্যানারে কোনো কর্মসূচি করতে দেখা গেছে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি অস্পষ্ট হওয়ায় বিক্ষোভকারীদের কাউকে চেনা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে ছাত্রলীগ এই মিছিল করেছে।

মঙ্গলবার ফতুল্লায় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তিন জনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্র-জনতা। আটককৃতরা হলেন- ফতুল্লার মুসলিম নগর এলাকার কামালের ছেলে তালহা শেখ (২২), মহিউদ্দিনের ছেলে কামাল (৫৫) ও জামাল (৪৮)। এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয়রা তিন ব্যাক্তিকে ধরে পুলিশের কাছে দিয়েছে। আটককৃতরা আওয়ামী লীগের রাজনীতি করত কীনা তা এখন আমরা নিশ্চিত নই। আমরা বিষয়টি তদন্ত করছি।

Islam's Group