News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ইসলামী আন্দোলন ২২নং ওয়ার্ড কমিটির শপথ সম্পন্ন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৮:৩৫ পিএম ইসলামী আন্দোলন ২২নং ওয়ার্ড কমিটির শপথ সম্পন্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ ২২ নং ওয়ার্ড শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২২ এপ্রিল শুক্রবার বাদ জুমা নুর বাগ জামে মসজিদ ওয়ার্ড সভাপতি সালমান সাকিল এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক এর সঞ্চালনায় বন্দর থানা দক্ষিণ এর আওতাধীন ২২ নং ওয়ার্ড এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সহ সভাপতি মুহাম্মদ নূর হোসেন 

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন  বাংলাদেশ বন্দর থানা দক্ষিণ এর  সভাপতি হাজী আবুল হাশেম। 

উক্ত অনুষ্ঠানে ২০২৫-২৬সেশনের ইসলামী আন্দোলন বাংলাদেশ ২২ নং ওয়ার্ড এর ২১সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির শপথ পাঠ করানো হয়।

নব গঠিত কমিটির নেতৃবৃন্দরা হলো, সভাপতি মুহাম্মাদ সালমান সাকিল, সহ-সভাপতি মাওলানা আব্দুল মালেক, সহ-সভাপতি মুহাম্মদ বিলাল হোসেন, সেক্রেটারি মুহাম্মাদ আমির হোসেন, জয়েন্ট সেক্রেটার মুহাম্মাদ ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ তারিক হাসান, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহা. মুকশেদ, দফতর সম্পাদক মুহাম্মদ শাহজাহান তালুকদার, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নবীর হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আমির হোসাইন, ছাত্র ও যুব সম্পাদক মুহাম্মদ কিবরিয়া, শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক মুহাম্মদ রাসেদুল ইসলাম, কৃষি ও শ্রম সম্পাদক মুহাম্মদ বাদশা, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুহাম্মদ মামুন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. বুলবুল, সংখ্যালঘু সম্পাদক মো. নুরে আলম, শিল্প ও বাণিজ্য সম্পাদক ফয়েজ আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য মুহাম্মাদ লোকমান হোসাইন, সদস্য মুহাম্মাদ দেলোয়ার, সদস্য মুহাম্মাদ আব্দুল মজিদ।

ইসলামী আদর্শে গঠিত এই নতুন কমিটি সমাজের নৈতিকতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Islam's Group