News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

জাকির খানে ভোল পাল্টাচ্ছেন নেতাকর্মীরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ১০:১১ পিএম জাকির খানে ভোল পাল্টাচ্ছেন নেতাকর্মীরা

নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতির যেন মোড় ঘুরিয়ে দিচ্ছেন সন্ত্রাসী খ্যাতি পাওয়া ও বিভিন্ন অপরাধে দীর্ঘদিন কারাভোগ করা সাবেক ছাত্রদল নেতা জাকির খান। দীর্ঘদিন পর তিনি কারাগার ও পলাতক জীবন থেকে মুক্তি লাভের পর বিএনপির প্রায় সকল পর্যায়ের নেতাকর্মীরাই তার দিকে ঝুঁকছেন। একসময় যারা  তাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করতো তারাই এখন সেই জাকির খানকে বিভিন্নভাবে নিস্পাপ বলে আখ্যায়িত করার চেষ্টা করে যাচ্ছেন।  

সেই সাথে জাকির খানের প্রশংসায় তারা পঞ্চমুখ হয়ে পড়েছেন। জাকির খানকে সামনে রেখে তারা আগামী দিনে রাজনীতি করার প্রত্যয় ব্যক্ত করছেন। কেউ কেউ আবার তাকে আগামী দিনের সংসদ সদস্য হিসেবেও বিবেচনা করতে শুরু করে দিয়েছেন। অথচ তারাই একসময় জাকির খানের বিচারের দাবীতে সোচ্চার ছিলেন। তারা প্রকাশ্যেই সভা সমাবেশে বলে বেড়াতেন জাকির খানের শাস্তি হওয়া প্রয়োজন। যে সকল খুনের অভিযোগে জাকির খান পলাতক ছিলেন সেই খুনের বিচারের দাবীতে তারা সোচ্চার ভূমিকায় ছিলেন।

কিন্তু জাকির খান জামিন লাভের পর এসকল নেতাকর্মীরা সকলেই জাকির খান বলয়ে ভীড় করছেন। সেই সাথে তাকে প্রশংসায় মাতিয়ে তুলছেন। সম্প্রতি মহানগর বিএনপির এক নেতার তৈলাক্ত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। তার এই তৈলাক্ত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়াও সৃষ্টি হয়েছে।

সেই সাথে জেলা ও মহানগর বিএনপির সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাকির খানকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করছেন। প্রতিদিনই তার বাড়িতে নেতাকর্মীদের ভীড় লেগে রয়েছে। অনেক সময় নেতাকর্মীদের ভীড়ের কারণে তিনি সকল সাথে কথা বলারও সুযোগ পান না।

এর আগে গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলোচিত সমালোচিত সেই জাকির খান কারামুক্তি লাভ করেন।

জাকির খানের এই কারামুক্তি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি পেশার লোকজন নারায়ণগঞ্জ কারাগারের সামনে ভীড় করতে থাকেন। সকাল ১০ টা নাগাদ বিপুল পরিমাণ নেতাকর্মী জড়ো হন। সাউন্ডবক্স, শত শত হোন্ডা ও গাড়ি নিয়ে কারাগারের সামনে জড়ো হন। বেলা ১১ টায় নারায়গঞ্জ কারাগার থেকে বের হওয়ার সাথে সাথেই নেতাকর্মীদের মধ্যে হৈ হুল্লোড় পড়ে যায়।

সেই সাথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে শুরু করে শহড়জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। জাকির খানের অনুসারীরা শত শত হোন্ডা ও গাড়ি নিয়ে মহড়া দেন। যারা সামাজিক যোগযোগ মাধ্যমে বেশ সমালোচনা সৃষ্টি করে।

আদালত সূত্রে জানা যায়, চারটি হত্যা মামলা সহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র‌্যাব-১১ এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি এবং মামলার অন্য আসামিরা খালাস পান।

এর আগে ২০০৩ সালে অপারেশন ক্লিন হার্ট চলাকালীন সময় ১৮ ফেব্রুয়ারি সাব্বির আলম খন্দকার খুন হওয়ার পর এ মামলার আসামি হওয়ায় তিনি নারায়ণগঞ্জ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমান। সেখানে সুকুমবিকে কয়েক কোটি টাকা দিয়ে ’গ্রেস’ নামে ৮তলা বিশিষ্ট একটি থ্রি-স্টার হোটেল কিনে ব্যবসা পরিচালনা করেন। তবে দীর্ঘ সময় তিনি নারায়ণগঞ্জের রাজনীতি থেকে দূরে থাকলে নারায়ণগঞ্জে তার অনুসারীরা জাকির খানের নামের আতঙ্ক বজায় রেখে ছিলো।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জাকির খানের অনুসারীর সংখ্যা হু হু করে বাড়তে শুরু করে। সেই সাথে এবার তার কারামুক্তির মাধ্যমে তার অনুসারীর সংখ্যা যেন শেষ নেই। প্রতিদিনই নতুন নতুন করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জাকির খানের বলয়ে নাম লিখাচ্ছেন। জাকির খান ছাড়া তারা যেন অন্য কিছু বুঝছেন না।

Islam's Group