News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

যুবদল ছাড়তে নারাজ প্রবীণ নেতা জোসেফ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ১০:১৬ পিএম যুবদল ছাড়তে নারাজ প্রবীণ নেতা জোসেফ

৫৫ বছরের নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ। ১৯৯০ সালের শহর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হয়ে দাপুটে রাজনীতিতে সক্রিয় হন তিনি। এরপর থেকে গত ৩৪ বছরে কোন পদপদবী পায়নি তার নিস্ক্রিয় রাজনীতি হওয়ার কারণে। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও মন্তাজউদ্দিন মন্তুর নেতৃত্বে মহানগর যুবদলের বিলুপ্ত হলে নতুন ভাবে রাজনীতিতে নামেন জোসেফ।

আওয়ামীলীগ সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় হয়ে উঠেন জোসেফ। কিন্তু ওই বছরের ১৬ নভেম্বর মহানগর যুবদলের সুপার ফাইভ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে জোসেফ প্রথম দফায় ছিটকে পড়েন। মন্তু-সজল কমিটি বিলুপ্ত গুঞ্জনে কেন্দ্র ও স্থানীয় পর্যায়ে জোসেফ বেপরোয়া হয়ে উঠে। তিনি নতুন কমিটি দায়িত্ব পাচ্ছেন এমন বার্তায় শহর বন্দর ও সিদ্ধিরগঞ্জে যুবদলের একটি বলয় তৈরি করেন। কিন্তু সকল জল্পনা কল্পনা উড়িয়ে ২০২৩ সালের ২৯ আগষ্ট সুপার থ্রি কমিটি ঘোষনা দেয় কেন্দ্র। এতে আহবায়ক হন বিদায়ী সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহবায়ক সাগর প্রধান ও সদস্য সচিব সাহেদ আহম্মেদ। এমন ঘোষণার পর পুরো ক্ষিপ্ত হয়ে উঠে পদবঞ্চিত জোসেফের নেতৃত্বে যুবদলের নেতা-কর্মীরা।

পরদিন ৩০ আগষ্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একটি সমাবেশে হামলা চালায় যুবদলের পদবঞ্চিত নেতা কর্মীরা। হঠাৎ করেই নগর যুবদলের পদবঞ্চিত নেতারা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় সমাবেশে। বেধড়ক মারধর করা হয় নেতা কর্মীদের। এ সময় একটি মোটরসাইকেল, সমাবেশের মাইক ও রিকশা ভাঙচুর করা হয়। কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে টিয়ারশেল ছোড়ে পুলিশ।

এরপর মহানগর যুবদলের দ্বি-খন্ডিত রোধে মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু একাধিকবার মাজহারুল ইসলাম জোসেফের সঙ্গে আলাপচারিতা করেছে। এক সময়ে মহানগর বিএনপি একাধিক অনুষ্ঠানে জোসেফকে আগামী দিনে গুরুত্বপূর্ণ পদে আসীন করা হচ্ছে আশ্বাস দেয়া হয়। সেই আশ্বাস যুবদলের সভাপতি না মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে এমন খোলাসা করা হয়নি। পরবর্তিতে জানা যায়, জোসেফের বয়সের চেয়ে বর্তমান মহানগর যুবদলের আহবায়ক সজল বয়স অনেক কম। অন্যদিকে সদস্য সচিব সাহেদ আহম্মেদ অনেক জুনিয়র হিসেবে রয়েছে। তাদের স্থানে একজন সিনিয়র নেতাদের দেখা যাবে সেটা কিভাবে নিবে তিন থানা নেতাকর্মী সহ সমর্থকেরা। এরপরও মাজহারুল ইসলাম জোসেফ এখনো মহানগর যুবদলের দায়িত্ব নেয়ার জন্য তোড়জোড় চালিয়ে যাচ্ছে।

রমজানে ওমরাহ পালনে দেশের বাহিরে থাকায় নেতাকর্মীদের সাথে দেখা হয়নি জোসেফের। এগুলো কেটে উঠে বৈশাখী পুণর্মিলনীতে এবার মাঠে নেমেছেন তিনি। গত বুধবার ১৮নং ওয়ার্ড যুবদলের বাংলা নবর্ষের বৈশাখী পুণর্মিলণীতে প্রধান অতিথি ছিলেন মাজহারুল ইসলাম জোসেফ।

এদিকে মাজহারুল ইসলাম জোসেফের সহযোদ্ধা মাসুকুল ইসলাম রাজীব জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও মাকছুদুল আলম খন্দকার খোরশেদ সদ্য সাবেক সভাপতি মহানগর যুবদল ও মহানগর বিএনপি নেতা হিসেবে পরিচিত রয়েছেন। প্রবীণ নেতা হিসেবে মাজহারুল ইসলাম জোসেফ এখনো মহানগর যুবদলের ছাড়তে নারাজ নিয়ে বর্তমান প্রজন্মে আলোচনা সমালোচনা কমতি নেই।

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার পাশে ছিলেন জোসেফ। তার সমর্থিত নেতা-কর্মীরা আওয়ামীলীগ সরকার বিরোধী আন্দোলনে প্রকাশ্যে রূপ নিয়েছিলো। ৫ আগষ্টের পর টানবাজার, মিনাবাজার, ডিআইটি, মন্ডলপাড়া, ডাইলপট্টি, নিতাইগঞ্জ ও এস এম মালেহ রোডে জোসেফের একক ক্ষমতা দেখা গেছে। বিগত সরকার আমলে সুবিধাভোগীরা তার নিয়ন্ত্রণে ছায়া চলে আসেন। সরকার অদল বদলে বিভিন্ন নিয়ন্ত্রণ ও শালিসিদের জোসেফর ছিলেন একক ক্ষমতাসীন। এমনকি কেন্দ্রীয় বাস টার্মিনালে নিয়ন্ত্রণে সংঘর্ষ ও শ্রমিক অসন্তোষ ঘটনায় জোসেফকে থামানো জন্য প্রথম সারিতে দেখা গেছে।

আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে বাবা মুক্তিযোদ্ধা আজহার হোসেনের ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হওয়ার গুঞ্জন উঠেছে। আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে ওই ওয়ার্ডে জোসেফের জনপ্রিয়তা বেড়েছে বলে জানা গেছে। দীর্ঘ দিন এই ওয়ার্ডের কমিশনার হিসেবে জোসেফের বাবা আজহার হোসেন ২০১১ সালে সিটি কর্পোরেশনের নির্বাচনে পরাজিত হন বাসদের এক নেতা কাছে।

Islam's Group