News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

সুমিল পাড়ায় গণসংহতি আন্দোলনের আঞ্চলিক কমিটি গঠন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৮:০০ পিএম সুমিল পাড়ায় গণসংহতি আন্দোলনের আঞ্চলিক কমিটি গঠন

শনিবার ২৬এপ্রিল গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার আয়োজনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৬ নং ওয়ার্ড এর আওতাধীন সুমিল পাড়া (বিহারি ক্যাম্প) এলাকায় এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় মো. আলামিন হোসেনকে আহ্বায়ক, মো. আব্দুল আজিজকে যুগ্ম আহ্বায়ক এবং মো. রাজাকে সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট সুমিল পাড়া আঞ্চলিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান এবং সঞ্চালনা করেন রেদওয়ান সজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইদুর রহমান, গণসংহতি আন্দোলনের ৭ নম্বর ওয়ার্ড কমিটির নেতা মো. আক্তার, আব্দুল জলিলসহ আরও অনেক নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মো. জিয়াউর রহমান বলেন, গণসংহতি আন্দোলনের রাজনীতি মানেই জনগণের পক্ষে থাকা। এই রাজনীতি মাওলানা ভাসানীর আত্মত্যাগ ও গণঅধিকারের সংগ্রামকে অনুসরণ করে। বর্তমানে দেশে চলমান অগণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি, নির্বাচন ব্যবস্থার দুর্বলতা ও বৈষম্য দূরীকরণে আমাদের লড়াই চলছে। সুমিল পাড়ার উন্নয়নহীনতা, ময়লার সঠিক ব্যবস্থাপনার অভাব, মশার উপদ্রব, মাদক সমস্যা এবং বিহারি ক্যাম্পে বসবাসরত নাগরিকদের দুরবস্থা—এসব সমস্যা সমাধানে নবগঠিত কমিটিকে অগ্রণী ভূমিকা নিতে হবে।”

নবনির্বাচিত আহ্বায়ক মো. আলামিন হোসেন বলেন, এই দায়িত্ব শুধু পদ নয়, এটি একটি দায়িত্ববোধ, এলাকার মানুষের প্রতি অঙ্গীকার। আমরা জনগণের সঙ্গে থেকে কাজ করব। বিশেষ করে ময়লা ও মশার সমস্যা, মাদকবিরোধী সচেতনতা এবং বিহারি ক্যাম্পের অধিবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করব। গণসংহতি আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সুমিল পাড়াকে একটি সচেতন ও সংগঠিত এলাকাতে পরিণত করতে চাই।

নতুন কমিটির পক্ষ থেকে নেতৃবৃন্দ প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, তাঁরা এলাকার সাধারণ মানুষের দাবি, প্রয়োজন ও সমস্যাকে গুরুত্ব দিয়ে কাজ করবেন এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করে তুলবেন।

নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা হলেন, আহ্বায়ক মো. আলামিন হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ, সম্পাদক মো. রাজা, সদস্য মো. ভূটু,  গোলাম রসুল, মো. খলিল, মো. সিরাজ, মো. আনোয়ার, মো. আসলাম, মো. আরমান, মো. বাদল, মো. মুন্না, মো. হায়দার, আকাশ, মো. ওয়াসিম, মো. শামিম, মরন চান, মো. ফাইজু, মোসা. রানি, আকবরী বেগম,এবং একটি পদ ফাকা রাখা হয়েছে।

Islam's Group