News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

অজ্ঞাত কারণে আটকে আছে ছাত্রদলের কমিটি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ১০:২০ পিএম অজ্ঞাত কারণে আটকে আছে ছাত্রদলের কমিটি

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের কমিটি গঠন হলেও অজ্ঞাত কারণে ছাত্রদলের কমিটি আজও হয় নি। এ নিয়ে নেতাকর্মীদের অপেক্ষা বেড়েই চলছে। তবে কি কারণে ছাত্রদলের কমিটি আটকে রয়েছেন তার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত করেন। পাশাপাশি অধীনস্থ সকল উপজেলা-থানা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়। বর্তমানে কমিটিবিহীন চলছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের দলীয় কার্যক্রম। বিলুপ্তির দুই মাস হতে লাগলেও এখনো পর্যন্ত ছাত্রদলের নতুন কমিটি নিয়ে কোনো উদ্যোগ দেখা যায় নি। এদিকে কমিটি বিলুপ্ত করা হলেও রাজপথে আগের মতোনই সক্রিয় ভূমিকা পালন করছেন ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা। দলকে সুসংগঠিত এবং শক্তিশালী করতে ছাত্রদলের নেতাকর্মীরা পূর্বের ন্যায়ই কাজ করছেন। অন্যদিকে আওয়ামী লীগের পতনে বর্তমানে বিএনপির সুসময় চললেও কিছুদিন আগেও তাদের অবস্থা ভালো ছিল না। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে নির্বাচনের পরে আওয়ামী লীগের দ্বারা ব্যাপক নির্যাতন, অত্যাচারের শিকার হতে হয়েছিল। মামলা, গ্রেফতার আতঙ্কে বিএনপির নেতাকর্মীরা যখন অনেকটাই নিষ্ক্রীয় হয়ে পড়েছিল ঠিক তখনি বিএনপিকে জিইয়ে রাখে ছাত্রদলের নেতাকর্মীরা। কেন্দ্র থেকে ঘোষিত অবরোধ, হরতাল কর্মসূচি নারায়ণগঞ্জ ছাত্রদল বুক চিতিয়ে পালন করেন। এর ফলে ব্যাপক প্রশংসিত হোন তখন। সেই সঙ্গে পুুরোটা সময় তারা দলের ভ্যানগার্ড হিসেবে কাজ করেছেন। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ছাত্রদল নেতাকর্মীরাও বাড়িছাড়া থাকলেও তারা বিএনপির মানসম্মান ধরে রেখেছিলেন। প্রতিটি কর্মসূচিতেই তারা কোনো না কোনোভাবেই রাজপথে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। এইসব আন্দোলন কর্মসূচি পালন করতে গিয়ে ছাত্রদলের অনেক নেতাকর্মীকেই কারাবরণের শিকার হতে হয়। পাশাপাশি বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয়েছিল।  

আগামীতে নারায়ণগঞ্জ ছাত্রদলকে ঢেলে সাজানোর জন্য সব ধরণের পরিকল্পনা হাতে নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। পূর্বের ন্যায় দলীয় লেজুড়ভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে শিক্ষার্থীদের কাছে কিভাবে সর্বাধিক গ্রহণযোগ্য দলে পরিণত হয় সে লক্ষ্যে নারায়ণগঞ্জ ছাত্রদলে নতুন নেতৃত্ব তৈরির কাজ চলছে। তারই ধারাবাহিকতায় অংশ হিসেবে গত ১৭ অক্টোবর এক বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ ছাত্রদলের নতুন কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় ছাত্রদল থেকে তিনজনকে দায়িত্ব প্রদান করা হয়। তারা হলেন, ছাত্রদলের সহ-সভাপতি সজীব মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ ও সাইফুল আলম বাদশা। তারা যাচাই বাছাইয়ের মাধ্যমে ছাত্রদলকে নেতৃত্ব দেওয়ার মতোন যোগ্যতা রাখে এমন একটি তালিকা কেন্দ্রে জমা দিবেন। পরবর্তীতে কেন্দ্র ছাত্রদলের কমিটি ঘোষণা করবে। আগামীতে ছাত্রদলকে কিভাবে পরিচালনা করা যেতে পারে সে বিষয়ে সবার কাছে বিভিন্ন মতামত নেওয়া হচ্ছে। অন্যান্য সময় কমিটি বিলুপ্ত হলে কেন্দ্র থেকে সরাসরি পরবর্তী কমিটি ঘোষণা দেওয়া হলেও এবার ভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এবার কেন্দ্র থেকে মনোনীত তিনজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে কাদের গ্রহণযোগ্য, জনপ্রিয়তা এবং নেতৃত্ব দেওয়ায় গুণাবলি রয়েছে। অর্থাৎ একাধিক ধাপ অতিক্রম করে ছাত্রদলের নতুন কমিটির ঘোষণা দেওয়া হবে। এর ফলে অন্যান্যবারের তুলনায় এবারের ছাত্রদলের কমিটিতে সেরা নেতারা নেতৃত্বে আসবেন তা বলাই যায়।  

খোঁজ নিয়ে জানা যায়, কয়েকটি বিষয় চিন্তা করে ছাত্রদল নিয়ে আগাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমত, ছাত্রদলের রাজনীতির ধরণের মধ্যে পুরোদমে পরিবর্তন আনা হচ্ছে। ছাত্রলীগের মতোন ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি কিছুসংখ্যক মানুষের একই দৃষ্টিভঙ্গি কাজ করে। তা দূর করতে যা যা প্রয়োজন তা সব করা হবে। দ্বিতীয়ত, গত ৫ই আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। যে আন্দোলনে তরুণ প্রজন্মের ভূমিকা বেশি ছিল। এর ফলে বর্তমানে দেশের রাজনীতিতে তরুণদের গ্রহণযোগ্যতা বেড়েছে। তাই সেই চিন্তা মাথায় রেখে ছাত্রদল থেকে আগামীতে কিভাবে ভালো নেতা বের করা যায় ওই প্রক্রিয়াই চালু করা হবে। তৃতীয়ত, বিএনপির যেকোনো আন্দোলন সংগ্রামে ছাত্রদলের অগ্রণী ভূমিকা থাকে। তাই আগামী নির্বাচনে ছাত্রদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেই লক্ষ্যে তাদের এখন থেকেই সেভাবেই তৈরি করা হবে। চতুর্থত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতৃত্বে যারা থাকবেন তারা যেনো সর্বদা সাধারণ ছাত্রদলের কল্যাণে সবসময় নিয়োজিত থাকে তা নিশ্চিত করা হবে।

এর আগে ২০২৩ সালের ২৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নাহিদ হাসান ভুঁইয়াকে সভাপতি এবং জুবায়ের রহমান জিকুকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটির অনুমোদন দিয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। কমিটির বাকীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, সহ-সভাপতি সাগর সিদ্দিকী, সহ সভাপতি আতা ই রাব্বি, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকারিয়া ভুঁইয়া, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু তাহের রিফাত এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন। একই দিন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ৬ সদস্যের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটিতে সভাপতি করা হয়েছিল রাকিবুর রহমান সাগরকে ও সাধারণ সম্পাদক করা হয়েছিল রাহিদ ইসতিয়াক সিকদারকে। কমিটিতে আরো ছিলেন সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজিব, যুগ্ম সম্পাদক ওসমান প্রীতম, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছিল।

Islam's Group