News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগের পলাতকেরাও নেতা হওয়ার প্রস্তুতি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ১০:২২ পিএম আওয়ামী লীগের পলাতকেরাও নেতা হওয়ার প্রস্তুতি

বিপদগ্রস্থ দলকে চাঙ্গা করতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সম্প্রতি বলেছেন, ‘দেশের ভেতরে যারা সাহস নিয়ে এগিয়ে এসে দলকে সংগঠিত করার কাজে নেতৃত্ব দেবেন, তারাই নেতা’। তার এমন বার্তায় নারায়ণগঞ্জে কয়েকটি স্থানে আওয়ামী লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলে ইতোমধ্যে ফতুল্লা রূপগঞ্জ ও আড়াইহাজারে কয়েকজন ছাত্রলীগের কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.হ.ম বাহাউদ্দিন নাসিম গণমাধ্যমকে জানিয়েছিলেন, দেশের ভিতরে নেতৃত্বের জন্য লোক খুঁজছে দল। শুধু ঢাকায় নয় পুরো দেশজুড়ে রাজনীতিতে সক্রিয় অবস্থান ফিরে আনতে ওই সব নেতাদের দায়িত্ব দেয়া হবে।

এদিকে দলের শীর্ষ নেতারা অভিযোগ করছেন, ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেফতার বাড়ানো হয়েছে। বিপর্যস্ত দলটি এখন আকস্মিক ঝটিকা মিছিল এবং সামাজিক মাধ্যমের উপর ভর করে এগোচ্ছে। এর বাইরে বড় কোনো কর্মসূচি নিয়ে রাজনীতির মাঠে এখনো কোন নেতা দাড়াঁতে পারেনি। নারায়ণগঞ্জের প্রভাবশালী মন্ত্রী এমপি মেয়রদের মধ্যে বেশিরভাগ পালিয়ে রয়েছে। সাবেক মন্ত্র গোলাম দস্তগীর গাজী কারাগারে, মামলা আসামি হয়েও নিজ বাড়িতে নিশ্চুপ রয়েছে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, আওয়ামী লীগ পতনের আগে পরে পালিয়েছেন সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু, শামীম ওসমান ও আব্দুল্লাহ কায়সার হাসনাত। তাদের পাশাপাশি পালিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর হাই, সাধারণ সম্পাদক ভিপি বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা সহ অঙ্গসংগঠনে পদধারী নেতারাও।

গত বছর জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ ও ফ্যাসিবাদের তকমা এড়িয়ে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সহসাই ফেরত আসা সম্ভব কি না, এই প্রশ্নও রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ প্রায় ৭৬ বছর বয়সে আগের যে কোনো সময়ের তুলনায় এবার বেশি সংকটে পড়েছে। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পরও দলের এমন ভয়াবহ পরিণতি হয়নি। গত বছরের পাঁচই আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতনে শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী, সংসদ সদস্য বা দলটির নেতৃত্বের একটা বড় অংশ দেশ ছেড়ে ভারতসহ বিভিন্ন দেশে আশ্রয় নেন। আর দেশের ভেতরে নেতৃত্বশূন্য হয়ে পড়েন বিপর্যস্ত দলটির তৃণমূলের নেতাকর্মীরা। তাদের কাছে কোনো দিকনির্দেশনা ছিল না।

নারায়ণগঞ্জ কয়েক পলাতক নেতারা জানিয়েছেন, সরকার পতনের পর প্রথমে তাদের কাছে জীবন বাঁচানোই প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তাদের অনেকে দেশের ভেতরেই পালিয়ে বেরাচ্ছেন। অনেকে গ্রেফতার হয়েছেন। এখন দলটির সরকারের পতনের আট মাস পার হলেও দেশে থাকা তাদের কোনো নেতা হাল ধরতে বা ঘুরে দাঁড়াতে পারেননি।

ইতোমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তারা এখন মনে করছেন দেশের ভেতরে দলের মুখপাত্র বা নেতা প্রয়োজন, যিনি আত্মগোপনে না থেকে প্রকাশ্যে এসে বিপর্যস্ত নেতাকর্মীদের সংগঠিত করবেন। তাদের এমন চিন্তায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নাম রয়েছে। এদের পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নাম উঠে এসেছে। কিন্তু তার বিরুদ্ধে এরই মধ্যে ছাত্র-জনতা হতাহত তিনটি মামলায় আসামি করা হয়েছে। তিনি মেয়র থেকে অপসারিত হওয়ার পর গ্রেফতার, মামলার ভয়ে এবং প্রতিকুল পরিস্থিতি মধ্যে নারায়ণগঞ্জ ছেড়ে চলে যাননি। তিনি দলের বিতর্কিত নন, দলটিতে এখন তার প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে বলে সে ধরণের ইঙ্গিত দেখা গেছে।

আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, ক্ষমতাচ্যুত হওয়ার পর মন্ত্রী এমপি মেয়রদের সাথে জেলা মহানগরের নেতারা পালিয়ে গেছেন। এমনতা অবস্থায় দেশের আওয়ামীলীগের কোন কার্যক্রমে তাদেরকে আট মাসেও খুঁজে পাওয় যাচ্ছে না। ৬৪টি জেলা মহানগর কমিটি বিলুপ্ত মাধ্যমে নতুন নেতৃত্বে আওয়ামী লীগ পরিচালনা করা হতে পারে। এরই মধ্যে জেলা মহানগরের নেতাদের কাছে ক্ষুব্ধে বার্তা দেয়া হয়েছে আগামী যে কোন কর্মসূচি পালনে প্রস্তুতি গ্রহণ করতে। ইতোমধ্যে ‘দলকে সংগঠিত করার কাজে যে নেতৃত্ব দেবেন, তারাই নেতা’ এমন বার্তা দিয়েছেন শেখ হাসিনা।

নারায়ণগঞ্জে বিগত দিনে সিনিয়র জুনিয়র নেতারা গা-ঢাকা দিয়েছেন। আগামীতে কার নেতৃত্বে আওয়ামী লীগ পরিচালিত হবেন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এদিকে বিদেশে বসে শামীম ওসমান তার নির্বাচনী এলাকায় সরকার বিরোধী কর্মসূচি পালনে নেতা-কর্মীরা সজাগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরেকজন সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুও তার নির্বাচনী এলাকায় তৎপরতা বৃদ্ধিতে কৃষকলীগ ও আওয়ামী লীগকে সক্রিয় রাখার প্রস্তুতির মহড়া দিয়েছেন।

Islam's Group