News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

নারায়ণগঞ্জে ধীরে ধীরে এগুচ্ছে নাগরিক পার্টি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৯:৫৩ পিএম নারায়ণগঞ্জে ধীরে ধীরে এগুচ্ছে নাগরিক পার্টি

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নারায়ণগঞ্জে ধীরে ধীরে সংগঠনটি নিয়ে এগুচ্ছে দায়িত্বপ্রাপ্ত নেতারা। সম্প্রীতি জাতীয় গণমাধ্যমে নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৩ আসনে নতুন এই দলের প্রার্থীদের নাম প্রকাশ পেয়েছে। এদের দুইজনকেই এখনো সাধারণ মানুষ চিনতে পারেনি। নারায়ণগঞ্জ পাচঁজন তরুণ নেতা কেন্দ্রীয় এনসিপি কমিটিতে ঠাঁই নিয়েছে। গতকাল শনিবার জুলাই আন্দোলনে গণহত্যাকারী আওয়ামীলীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নারায়ণগঞ্জে দলের মিছিল বের হয়।

নির্বাচনের রোডম্যাপ কিংবা দিনক্ষণ নির্ধারণ না হলেও সারা দেশে জনসংযোগসহ নির্বাচনমুখী নানা তৎপরতা শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এখন পর্যন্ত দলীয় সিদ্ধান্ত না হলেও হাইকমান্ডের মৌখিক নির্দেশনায় অন্তত ৫০ জন নেতা নিজ নিজ আসনে নির্বাচনি কার্যক্রম শুরু করেছেন বলে আভাস পাওয়া গেছে। নারায়ণগঞ্জের পাচঁটি সহ সারা দেশের ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি।

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের গড়া জাতীয় নাগরিক কমিটিতে গত ১ মার্চ ২১৬ সদস্য পূর্ণাঙ্গ কমিটিতে কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সমন্বয়কে জায়গা পান সোনারগাঁয়ের তুহিন মাহমুদ। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে সম্ভাব্য প্রার্থী হচ্ছেন। 

গত ২ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জে নাগরিক কমিটির দায়িত্ব নিয়ে প্রথম মুখ খুলেন যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেন, আমরা ৮ দাবিতে স্মারকলিপি প্রদান করেছি জেলা প্রশাসক বরাবর। নারায়ণগঞ্জ শহরে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। চাঁদাবাজি, ছিনতাই, যানজট বাড়ছে। এই বিষয়ে আলোচনা করেছি। এছাড়া শহীদ পরিবারগুলো মামলা জনিত হয়রানির শিকার হচ্ছে, এই বিষয়ে জেলা প্রশাসক যেন ব্যবস্থা নেয়। একই সাথে নারায়ণগঞ্জ যেহেতু আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিলো, তাই শহীদদের স্মরণে এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ ও ছাত্র জনতার উপর গুলি চালানো সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানানো হয়েছে জেলা প্রশাসককে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মা শান্তি পাবেনা যদি ফ্যাসিবাদী শক্তি ও দোসরদের শাস্তি না হয়।

গত ৮ এপ্রিল সংগঠনের শৃঙ্খলা ও আর্দশ পরিপন্থী কাজের অভিযোগে জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কমিটির এক সদস্যকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই সদস্যের নাম দিলশাদ আফরিন। ভারপ্রাপ্ত সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়। গণমাধ্যমকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আল আমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতসহ বেশি কিছু অভিযোগের সত্যতা পাওয়ায় দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হয়েছে। ৮ এপ্রিল তাকে বহিষ্কার করা হয়েছে।

গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত দলের তৃতীয় সাধারণ সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যদের শৃঙ্খলা রক্ষা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তের জন্য একটি নতুন শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। নারায়ণগঞ্জের অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনকে এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটি গঠনের অনুমোদন দিয়েছেন দলের আহবায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন। নতুন গঠিত শৃঙ্খলা কমিটির সদস্যরা হলেন: ডা. তাজনূভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, মীর আরশাদুল হক, ফারহাদ আলম ভূঁইয়া, অ্যাডভোকেট আলী নাছের খান, আকরাম হোসেন (রাজ), আরমান হোসাইন, মো. আব্দুল্লাহ আল ফয়সাল, সানাউল্লাহ খান এবং সাইয়েদ জামিল। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কমিটি এনসিপির সদস্যদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি যেকোনো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এক সপ্তাহে ব্যবধানে গতকাল ২৬ এপ্রিল জুলাই আন্দোলনে গণহত্যাকারী আওয়ামীলীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলের পূর্বে এনসিপির যুগ্ম-সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বলেন, দুই হাজার ছাত্র-জনতার জীবন এবং ৩০-৩৫ হাজার আহতদের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে ফ্যাসিস্টের বিচার হবে। আর কখনও ফ্যাসিস্টের আস্ফালন দেখবো না। আমরা দেখেছি এই নারায়ণগঞ্জেই আওয়ামীলীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। এই নারায়ণগঞ্জে যারা ওসমান পরিবারের হয়ে ব্যবসায়িক রাজনীতি করেছেন, ব্যবসা বাণিজ্য করে যারা ওসমান পরিবারের আশ্রয়ে ছিলেন। তারা এখন বিপ্লবের পরে অনেক বড় বিপ্লবী হয়ে গেছেন। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে তারা আবার ওসমান পরিবার ও তাদের দোসরদের প্রতিষ্ঠিত করছেন। আমরা এই ধরনের নারায়ণগঞ্জ দেখতে চাই না। এ সময় আরও বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, যুগ্ম-মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক নীরব রায়হান, সদস্য সচিব জাভেদ আলম প্রমুখ।

Islam's Group