News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ থাকলে জুমআর দিনেও জয়বাংলা স্লোগান দিতে বাধ্য করা হতো


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ১০:০৩ পিএম আওয়ামী লীগ থাকলে জুমআর দিনেও জয়বাংলা স্লোগান দিতে বাধ্য করা হতো

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, বাংলাদেশের জাতীয় স্লোগান করা হয়েছিলো জয় বাংলা। এর পরের ধাপ ছিলো প্রত্যেক অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দেয়া বাধ্যতামূল করতো। আর এটা করতে পারলে প্রত্যেকটা মজলিসে মসজিদের জুমআর দিনেও জয়বাংলা স্লোগান দিতে বাধ্য করা হতো। এটা আইনিভাবে সাব্যস্ত করা হয়েছিলো। সেই পরিবেশ থেকে আমরা মুক্তি পেয়েছি।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ উলামা পরিষদ ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এদিন শহরের ডিআইটি মসজিদের দ্বিতীয় তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেন, সংস্কার কমিশনে যারা আছে প্রত্যেকেই একেকজন তসলিমা নাসরিন। এই প্রস্তাবনা বাতিল করলেই হবে না। কমিশন বাতিল করতে হবে। তারা আল্লাহর কুরআনকে সরাসরি কটাক্ষ করেছে। এই ধরনের কটাক্ষকারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একজনও যেন বাংলাদেশে না থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, নারী কমিশন তাদের প্রস্তবনায় বলেছে নারী অধিকারের ক্ষেত্রে উত্তরাধিকার আইনের ক্ষেত্রে কুরআন হলো প্রতিবন্ধক ধর্মীয় আইন হলো প্রতিবন্ধক। তারা চাচ্ছে উত্তরাধিকার এবং পারিবারিক আইনের ক্ষেত্রে সকল ধর্মের অভিন্ন আইন প্রণয়ন করা। অর্থ্যাৎ এক আইন অনুযায়ী সকল ধর্মের লোকদের বিয়ে হবে।

মামুনুল হক বলেন, পশ্চিমা বিশ্বের অনেক জায়গায় যেখানে ধর্মের কোনো বালাই নাই। তারা বাংলাদেশেও এটা চাচ্ছে যাতে বিয়ের ক্ষেত্রে ধর্মের কোনো আইন প্রয়োজন পড়বে না। তারা বাংলাদেশের পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চায়। পশ্চিমা বিশ্বের মতো লাগামহীন জীবন আচার চলবে। নারী পুরুষের বৈবাহিক বন্ধনের প্রয়োজন হবে না। যখন যার ইচ্ছা তার সাথে সাথে থাকবে। তারা এই মিশন নিয়ে নামছে।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি আল্লামা আব্দুল আউয়ালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমীর আল্লামা আব্দুল হামিদ মধুপুরী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির জেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের জিহাদী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Islam's Group