News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

আসামী হলেন আব্দুল আউয়াল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ১০:১৯ পিএম আসামী হলেন আব্দুল আউয়াল

মাওলানা সাদ কান্ধলভীর সম্পর্কে বিভিন্ন ধরনের মানহানিকর বক্তব্য প্রচার করার অভিযোগ এনে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দায়েরকৃত মামলার আসামী হয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও ডিআইটি জামে মসজিদের খতিব আব্দুল আউয়াল।

মো. যুবায়ের হোসেন নামে মাওলানা সাদের একজন অনুসারী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। সোমবার (২ ডিসেম্বর) বাদীর আইনজীবী খান মোহাম্মদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা ঢাকার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে গত ১ ডিসেম্বর মামলার আবেদন করি। আদালত আমাদের আবেদন গ্রহণ করে আগামী ১৪ জানুয়ারি সর্বোচ্চ কোর্ট ফি দাখিল সংক্রান্ত শুনানির জন্য দিন ধার্য করেছেন।

মামলার আসামী হিসেবে রয়েছেন- হেফাজতে ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক, ইঞ্জিনিয়ার মাহফুজুল হান্নান মুন্না, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, মাওলানা নুরুল ইসলাম অলিপুরী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, লোকমান মাজহারী ও মুফতি জাফর আহমেদ।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ৫ নভেম্বর বিবাদীরাসহ কিছু আলেম শাহবাগের সোহরাওয়ার্দী উদ্দ্যানের সমাবেশে মাওলানা সাদ কান্ধলভী সম্পর্কে উদ্দেশ্যমূলকভাবে মানহানিকর বক্তব্য প্রচার করেন। মানহানিকর এমন বক্তব্যে এ ইসলামী চিন্তাবিদের সামাজিক সুনাম ও মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যা অর্থের মানদ-ে নিরূপণ করা সম্ভব না হলেও আর্থিক বিচারে কমপক্ষে ৫০০ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।

Islam's Group