News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

হিন্দু সম্প্রদায়ের দুই পক্ষের হাতাহাতি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৭:২৬ পিএম হিন্দু সম্প্রদায়ের দুই পক্ষের হাতাহাতি

নারায়ণগঞ্জে হিন্দু ধর্মালম্বী দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৯ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ও কার্যালয় প্রাঙ্গনে এই ঘটনা ঘটে।

হিন্দু নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ৪ ও ৫ এপ্রিল নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় স্নান উৎসবকে কেন্দ্র করে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

সভার এক পর্যায়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ স্ট্রাস্টের ট্রাস্টি জয় কে রায় চৌধুরী বাপ্পি লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নরায়ণগঞ্জ জেলা সেক্রেটারী শিপন সরকার শিখনকে ফ্যাসিস্টদের দোসর হিসেবে আখ্যায়িত করেন।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে দফায় দফায় তারা হাতাহাতিতে লিপ্ত হন।

Islam's Group