News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বিসিবিকে সর্ব প্রকার সহায়তা করতে প্রস্তুত : সেনা প্রধান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৭:১৫ পিএম বিসিবিকে সর্ব প্রকার সহায়তা করতে প্রস্তুত : সেনা প্রধান

বিপিএলের খেলা দেখতে গিয়ে বিসিবির চেয়ারম্যান ফারুক আহম্মদের সাথে অতিতের সুখ স্মৃতি মনে করে নানা বিষয়ে আলোচনা করলেন সেনাবাহিনী প্রধান  জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার বিপিএলের প্রথম খেলায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসে বিপিএলের খেলা উপভোগ করেন সেনাবাহিনী প্রধান  জেনারেল ওয়াকার-উজ-জামান ও বিসিবি চেয়ারম্যান ফারুক আহম্মেদ।

এ সময় সেনাবাহিনী  প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তার খেলোয়াড়ি জীবনের কথা স্মরণ করে বলেন,  অতীতের ভাগ করা ইতিহাসের প্রতিফলন করে বলেছে। "ফারুক" আপনার সাথে ক্রিকেট খেলার কথা মনে আছে। আপনাকে এখন এই খেলাটিকে এমন একটি অসাধারণ দিকে নিয়ে যেতে দেখে আমি প্রচুর গর্ব এবং আনন্দে ভরে উঠি।” তিনি আরও যোগ করেছেন, "আমাদের দেশে ক্রিকেটের অব্যাহত বিকাশের জন্য বাংলাদেশ সেনাবাহিনী বিসিবিকে যে কোনও উপায়ে সহায়তা করতে প্রস্তুত।" ইভেন্টটি বাংলাদেশে ক্রিকেটের একীভূতকরণ শক্তি এবং একটি জাতীয় আবেগ হিসাবে এর মর্যাদাকে তুলে ধরে যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

এই মুহূর্তটি বাংলাদেশের ক্রিকেটের ঐক্যবদ্ধ শক্তিকে তুলে ধরে এবং একটি জাতীয় আবেগ হিসাবে এর ক্রমাগত বৃদ্ধি এবং জনপ্রিয়তাকে অধ্যয়ন করে।

উল্লেখ্য যে,  বিসিবি চেয়ায়ম্যান ফারুক আহম্মেদ নারায়ণগঞ্জ জেলার সন্তান। তিনি দীর্ঘদিন জাতীয় ক্রিকেট দলের অপরিহার্য খেলোয়াড় ছিলেন এবং অধিনায়কত্ব করেন।

Islam's Group