News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
মাস্টার্স ক্রিকেট সিজন ৬

ভেটরিয়ান বিভাগে ‍‍`পিএন ওয়ারিয়র্স বয়েস চ্যাম্পিয়ান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৬:৫৪ পিএম ভেটরিয়ান বিভাগে ‍‍`পিএন ওয়ারিয়র্স বয়েস চ্যাম্পিয়ান

আবুল কাওসার আশার অলরাউন্ডার নৈপুণ্যে ডায়নামিক ইলেভেনে ৮ উইকেটে হারিয়ে পিএন ওয়ারিয়র্স চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

শনিবার ১১ জানুয়ারি সকালে ফাইনালে ডায়নামিক ইলেভেন টসে জিতে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ১৬৪ রানের একটি চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেয় পিএন ওয়ারিয়র্স বয়েসকে পিএন ওয়ারিয়র্স বয়েসর দুই ওপেনার শফিক ও ওসমানের একটি ৬২ রানের দারুণ ইনিংস খেলে পরবর্তীতে রাসেল, আবুল কাওসার আশা ও তনুর দৃঢ়তাপূর্ণ ব্যাটিংএ ৭ উইকেট হাতে রেখে ৫ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে ফেলে।

সকল বিভাগে পিএন ওয়ারিয়র্স বয়েসের খেলোয়াড়েরা দারুণ নৈপুণ্য পারদর্শিতা দেখিয়েছে,বিশেষ করে পিএন ওয়ারিয়র্স বয়েসের অধিনায়ক আবুল কাওসার আশার অসাধারণ অলরাউন্ডার নৈপুণ্য এবং চৌকস নেতৃত্বে পিএন ওয়ারিয়র্স বয়েস পুরো লীগ জুড়ে ক্রিকেট দর্শকেদের আনন্দে মাতিয়ে রেখেছে।

খেলায় অলরাউন্ডার নৈপুণ্য দেখিয়ে ৪ ওভারে ৩৫ রানে ৩ উইকেট ও ৩২ রানের উইনিং স্কোর করে পিএন ওয়ারিয়র্স বয়েসের অধিনায়ক আবুল কাওসার আশা ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হোন।

Islam's Group