News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

১৬ বছরে ফুটবলকে ধংস করা হয়েছিল : কায়সার হামীদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৭:০৭ পিএম ১৬ বছরে ফুটবলকে ধংস করা হয়েছিল : কায়সার হামীদ

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামীদ বলেছেন, গত ১৬ বছরে দেশের ফুটবলকে ধংস করা হয়েছিল। বন্দরে এতো সুন্দর একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন দেখে আমি সত্যি খুব আনন্দিত হয়েছি। এখান থেকে মোনেম মুন্নার মত কৃতিমান ফুটবলার জন্ম হয়েছিল। এমন আয়োজন নিয়মিত করা উচিত। আর ৮ থেকে ১০ বছর বয়সের বাচ্চাদের নিয়ে একাডেমি করা উচিত। ছোট থেকেই তাদেরকে গড়ে তুলতে হবে। তাহলে আমরা আবারো আরো মোনেম মুন্না তৈরি করতে পারবো।

শুক্রবার ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠান রাত ৯টায় ২০নং ওয়ার্ডের সোনাকান্দা কবরস্থানের মেইন রোড এলাকায় মরহুম আশরাফ হোসেন বাবুল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আনোয়ারা হোসেন স্মৃতি সংসদ বনাম আশরাফ হোসেন বাবুল স্মৃতি সংসদ এর মধ্যকার ফাইনাল ম্যাচে ১-০ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আনোয়ার হোসেন স্মৃতি সংসদ। এদিন বিকেল ৩টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সোনাকান্দা শের-এ-বাংলা ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহেন শাহ আহম্মেদ। 
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামীদ, গোলাম গাউস, জাকির হোসেন, মো. স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনায়েতনগর পঞ্চায়েত কমিটির সভাপতি মজিবুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, মানিক পলু, নূর মোহাম্মদ পনেছ।

Islam's Group